অর্থনৈতিক শুমারী 2024 প্রকল্পের তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ কমিটির সভা অনুষ্ঠিত।
অর্থনৈতিক শুমারী 2024 প্রকল্পের এ তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে বিগত 15/01/2024 ইং তারিখের উপজেলা শুমারী/জরিপ সংক্রান্ত স্থায়ী কমিটি সভা উপজেল নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। ”জনশুমারি ও গৃহগণনা ২০২২” এর গণনাকারী ও সুপারভাইজারের তালিকা হতে দক্ষ ও যোগ্যতাসম্পন্নদের জোনাল অফিসারদের সম্পূক্ত করে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
(ফাহমিদা মুস্তফা)
উপজেলা নির্বাহী অফিসার
ও
সভাপতি
উপজেলা শুমারী/জরিপ সংক্রান্ত স্থায়ী কমিটি
চাটখিল, নোয়াখালী।
ফোন: ০৩২২২-৭৫০২০
ই-মেইল: unochatkhil@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস